ভিন্ন মানচিত্র
রাতুল হোসেন
তোমার মানচিত্র তো গোটাই ভিন্ন
আমার মানচিত্র তো ওরকম নয়,
তোমার মানচিত্রে বড় বড় দালান
আমার মানচিত্রে পক্ষি কয় গান।
তোমার গগনে স্বপ্ন বোনে রং
আমার অম্বরে শরতের মেঘ,
তোমার শুন্যের রং গোলাপি
আমার আকাশ তুষারশুভ্র।
তোমার অন্তরে কৃত্তিম ঘ্রাণ
আমাতে নদী প্রবহমান,
তোমার আকাংক্ষা রকেটে চড়া
আমার পিপাসা মেঠো পথে চলা।
তোমার ধরায় নকশার গুনগান
আমি মুগ্ধ দেখে রংধনুর রং,
তোমার ছবিতে আজ লাইক পড়েনি
আমার আজ এবেলার ভাত জোটেনি।
তুমি পুলকিত পেয়ে বির্থডে পার্টি
আমি তৃপ্ত পেলে পোশাক দুটি,
তুমি টাকা রোজ পথেঘাটে ফেলো
কিন্তু আমি পৃথক পথে হাটি।
তোমার ক্লেশ আমার কষ্ট কতটা পৃথক
আমার আনন্দ তোমার খুশি কত ভিন্ন,
তুমি পেয়েছ প্রয়োজনাধিক
আমি পাইনা নিজের হকের অন্ন।
মোরা ভিন্ন মানচিত্রে নই
তবু কেন লাগে গো সই?
তোমার মানচিত্র আমার মানচিত্র
একই মানচিত্র কই?