For More Update Visit Here. Guidance

বাংলা কবিতা আমার বন্ধুত্ব

বাংলা কবিতা আমার বন্ধুত্ব,বাংলা কবিতা, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য, bangla kobita
আমার বন্ধুত্ব
   রাতুল হোসেন 


বড় ক্ষুদ্র জগৎ আমার
বড় ক্ষুদ্র আমি,
এ জগতের অংশ হতে
চাইলে পারবে তুমি।

বলছিনা খুব লাভবান হবে
ক্ষতিও হবে না তোমা,
কখনো কোন ভূল করলে
সহজেই পাবে ক্ষমা।

ভালো একটি বন্ধুও পাবে
পাবে শত ভালোবাসা,
আমি একটু স্বার্থপরও
পাবে বন্ধুত্বের সাজা।

বেশী জালাবোনা একটু আকটু
সাহায্য হয়তো চাবো,
যদি তুমি না করতে পারো
নো প্রবলেম ভুলে যাব।

একটাই কথা আমাকে তুমি
একটু সম্মান দিও,
আমার মা-বোন তোমার মা-বোন
কথাটা মনে রেখো।

তোমার ইচ্ছার মুল্য আমি
সর্বদা যেমন দেবো,
আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু
করিয়ে না নিয়ো।

إرسال تعليق

Please do not enter any spam link in the comment box.
إرسال تعليق