এক আকাশ তারা
রাতুল হোসেন
এক আকাশ তারা আমি তোমাকে দেব
এক মুঠো জ্যোৎস্না দিও আমাকে,
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেব
এক চিমটি তুমি দিও আমাকে।
একরাশ আনন্দ তোমাকে দেব
একটু পুলক না হয় দিও আমাকে,
হাজারটা গোলাপ তোমাকে দেব
একটু হাসি যেন ফোটে মূখেতে।
সহস্র গল্প তোমাকে দেব
গোপনে আনমনে ভেবো আমাকে,
পৃথিবীর সব রং তোমাকে দেব
স্বপ্নগভীরে খুঁজে নিয়ো আমাকে।
একটি ডায়েরি আমি তোমাকে দেব
শত কথা লিখে রেখো আমায় নিয়ে,
একটি চিঠির খাম তোমাকে দেব
মনের অনুভূতি লিখো আমাকে।
একটু বিরক্তি তোমাকে দেব
রাগীচোখে চেয়ে দেখো আমাকে,
জীবনের দিনগুলো সাথে কাটাব
হৃদয়ে লুকিয়ে রেখো আমাকে।