বদলে গেছি
রাতুল হোসেন
আমি আর সেই আমিটি নেই
বদলে গেছি পুরোটাই,
দিনগুলো বদলে গেছে
রাতগুলো ঝলসে গেছে,
তোর কথা এই মুখেতে নেই
আমি আর সেই আমিটি নেই।
আজও এ মনের মাঝে
তোর সুরের বাঁশি বাজে,
হাসি দেখে হৃদয় হাসে
স্মৃতি ভেবে আঁখি ভাসে,
তবু সেই স্বিকারক্তি নেই
আমি আর সেই আমিটি নেই।
তোর চোখ স্বপ্নে ভাসে
দেখা হলে মায়া জাগে,
বারবার মনে আসে
ভরে মন অনুরাগে,
তবু তোকে পাত্তা দেয়া নেই
আমি আর সেই আমিটি নেই।
সরল অর্থ : আমি আর আগের মত নেই,সম্পূর্ণ বদলে গেছি।দিন বদলেছে, রাত হারিয়ে গেছে,তোর কথাও এই মুখ থেকে হারিয়ে গেছে। আজও বারবার তোমার কথা মনে পড়ে,তোমার কথা ভেবে চোখের পানি ঝরে,কিন্তু আমি স্বিকার করিনা।এখনো তুই স্বপ্নে আসিস, দেখা হলে মন কেঁদে ওঠে তোমার কণ্ঠস্বর শোনার জন্য।কিন্তু তোমার সাথে কথা বলি না।
এখানে প্রেমীকে ভুলতে চেষ্টা করছে এমন একজন মানুষের অনুভুতি ব্যাক্তের চেষ্টা করা হয়েছে।