এমন সঙ্গী চাই
রাতুল হোসেন
আমি এমন একটা সঙ্গী চাই
আমি ছাড়া যার অন্য কোন সঙ্গী নাই,
যার পৃথিবীর দামি বস্তুটাই আমি
যে শুধু আমায় চায় অন্যকিছু নয়।
যার ছোয়ায় মরুভূমিতে অরন্যের সৃষ্টি হবে
মরা নদীও জীবন ফিরে পাবে,
যে আমার পাশে থাকলে
অন্ধকার রাতও জ্যোৎস্নাময় হয়ে উঠবে।
যে একবার ছুঁয়ে দিলে
সকল দুশ্চিন্তা নিমিষে হারিয়ে যাবে,
যার হাসিমাখা মুখটা দেখলে
সকল ব্যর্থতা ভুলে যাব।
যে রাগী চোখে তাকালে
তার প্রতি আরো দুর্বল হয়ে যাব,
যার মুখে হাসি ফোটাতে
আকাশের চাঁদও ছিরে আনতে পারব।
যার একটু খুশির জন্য
দিনের আকাশেও তারা জ্বালাতে পারব,
যাকে একবার দেখতে ছটফট করবে মন
যার অপেক্ষায় থাকতে পারব আজীবন।
যে আমার হাসিতে হাসবে
আমার দুখে কাদবে,
যার হাসিতে আমার হাসি আসবে
যার বিরহে আঁখি জলে ভাসবে।