হে রূপবতী ললনা
রাতুল হোসেন
মাসাল্লাহ!
হে রূপবতী ললনা
কেন তুমি এতো ভালো বলোনা
কোথায় পেলে এমন অন্তর?
সোনা দিয়ে মোরানো
ভালোবাসা জড়ানো
যেন এক মনোহর বন্দর।
হাসি যেন সোনার ফসল
শুদ্ধতার চিহ্ন সকল
মনের পবিত্রতা বোঝা যায়,
থাকলে সাথে তোমার
রহস্য ভেদ হয় আমার
তোমাকে খুব বিশ্বাসী মনে হয়।
তোমার মতো পেতে বন্ধু
কপাল লাগে বটে কিন্তু
বিশ্বাস হয় না আমার,
আমার মত এক তুচ্ছ
খুব পাজি আর মূর্খ
হয়েছে বন্ধু তোমার।
সরল ভাষার : হে সুন্দরী কন্যা তুমি অনেক বেশি সুন্দর মনের অধিকারী। পাকা ফসল ক্ষেতে দেখতে যতটা সুন্দর লাগে তোমার হাসিটা ততটাই সুন্দর,মন ভরে যায়। তোমার কাছে আমি কোন কথা লুকাতে পারি না। সত্যিই আমার মাঝেমধ্যে বিশ্বাস হয় না আমি তোমার মতো মানুষের বন্ধু।