মায়াবিনী সুন্দরী
রাতুল হোসেন
শোন হে মায়াবিনী সুন্দরী
মন চায় তোমার হাত ধরি
পাড়ি দিতে সহস্র সিন্ধু,
তোমার কোলে রেখে মাথা
ভুলতে চাই মনোব্যথা
হতে চাই সৌভাগ্যশালী কিন্তু
তুমি দেবে কি ধরতে হাত
রাখতে কোলে মাথা,
এমনের আনন্দ-সুখ
তোমার খুশিতে বাঁধা।
বাসবে কি ভালো কভু
এ অধমে,
তোমার স্পর্শ খুঁজে পাই
শুভ্র কদমে।
তোমার হাসিতে ঝড়ে মুক্ত
চাহনি দেখে আমি মুগ্ধ,
নিষ্পাপ বদন খানি,
তাকালে প্রেমভরা নয়নে
যেন আমি মনেমনে
মাটিতে রংধনু টানি।
জানার বড় সাধ
কি আছে তোমার মনে,
বেসেছকি ভালো কভু
কোন দিন কোন ক্ষণে।
বোঝ বুঝি প্রেম আমার
তবুও রও চুপ!
দূরে থেকে মন থেকে
মেলে কি তোমার সুখ ?