For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা - তোমাকে ভালোবাসি

বাংলা প্রেমের কবিতা -bangla premer kobita,বাংলা ভালোবাসার কবিতা -bangla valobashar kobita,bangla,English romantic poem,রাতুল সমগ্র,বাংলা কবিতা সাহিত্য

     তোমাকে ভালোবাসি
                 রাতুল হোসেন 

তোমাকে ভালোবাসি তাইতো কাছে আসি
জান নাগো তুমি মনে গোপনে রাখি,
তোমার দুটি আঁখি দেখে মনপাখি
ডানামেলে আকাশে কিকরে ধরে রাখি।
মন আমার বার বার কেন চায়
দেখতে তোমায় শুধুই তোমায়।

তোমার ঐ হাসি দেখে গেছি ফাঁসি
ঝরনা ঝড়ে পড়ে যেন রাশি রাশি,
যখন রাগ করে তাকাও এদিকে
কিকরে যে নিজেকে আটকিয়ে রাখি।
মন আমার বার বার কেন চায়
দেখতে তোমায় শুধুই তোমায়।

বুঝে নিতে তুমি পারবে কি নাজানি
এ প্রেমভরা মনটাকে এখটুখানি,
বাসবে ভালো আমায় কোন এক দিন
ধ্যানে জ্ঞানে শুধু একথায়াটাই মানি।
মন আমার বার বার কেন চায়
দেখতে তোমায় শুধুই তোমায়।


সরল ভাষায় : আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছাকাছি থাকি।তবে রোমায় তা বুঝতে দেই না।তোমার চোখে চোখ পড়লে আমি যেন আকাশে উড়ি।আমার মন বারবার তোমাকে দেখতে চায়।তোমার হাসি দেখলে মনে হয় যেন ঝড়না ঝড়ে পড়ছে।তুমি যখন রাগ করো তখন তোমাকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছা করে। জানি না তুমি কখনো আমার ভালোবাসা বুঝতে পারবে কিনা।আমার বিশ্বাস বুঝলে তুমি একদিন আমাকে ভালোবাসবেই।

  • নতুন নতুন প্রেমে পড়া একজন মানুষের অনুভুতি দেখানোর চেষ্টা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন