বেসেছি ভালো কত
রাতুল হোসেন
বাসেছি ভাল কত তোমাকে জানোনা
মুখেতে রেখেছি হাসি বুকেতে বেদনা,
তোমার নয়নে দেখেছিলাম প্রেম
সেকথা আমি কভু ভুলতে পারিনা।
দেখেছি কত ঐ মুখের হাসি
বলতে চেয়েছে মন ভালোবাসি,
আঁখিতে মিলিত আঁখি যখন হত
ভুলে যেতাম আমি দিবাকর শশী।
হাতের স্পর্শ আজো ভুলিনি
মনের কথাটা তবু বলিনি,
চলে গেছ তুমি অনেক দূরে
প্রেমের পথে তাই আজো চলিনি।
সরল ভাষায় : তোমাকে আমি অনেএক ভালোবেসেছি।বারবার মনে পড়ে যায় তুমিও আমাকে ভালোবাসতে। যখনি তোমার হাসিমাখা মুখের দিকে তাকাতাম বলতে ইচ্ছা করত তোমাকে ভালোবাসি।তোমার চোখে চোখ পড়লে আমি সবকিছু ভুলে যেতাম। তোমার হাতের স্পর্শ আজো ভুলতে পারিনি।তবু তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারিনি। তুমি জীবন থেকে হারিয়ে গেছ তাই আর কাউকে ভালোবাসিনি।