কষ্ট দিয়েছি
রাতুল হোসেন
আমি কষ্ট দিয়েছি, হ্যা কষ্ট দিয়েছি
তোমার সুখের নিমিত্তে কষ্ট দিয়েছি,
কষ্ট আমার বুকের মাঝে
কষ্ট আমার সকাল-সাঝে,
কষ্ট আমার চলার সাথি
কষ্ট আমার জেতা বাজি।
কষ্ট আমার ভালো লাগে
কষ্ট পেলে আবেগ জাগে,
কষ্ট আমি ভালোবাসি
কষ্ট আনে মুখে হাসি।
কষ্ট তোমায় রেখেছে সুখি
কষ্ট তোমায় জুগিয়েছে শক্তি,
জানতাম একদিন যাবে ভুলে
তাইতো দিয়েছিলাম মুক্তি।
তাই কষ্ট দিয়েছি, হ্যা কষ্ট দিয়েছি
তোমার মঙ্গোল চেয়েছি তাই কষ্ট দিয়েছি।
সরল অর্থ : তোমার ভালোর জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমার মনের মাঝে সকাল সাঝে কষ্টই। থাকে।আমি কষ্টকে সাথে নিয়ে চলি,কষ্টকে হারি,কষ্টকেই জিতি।আমি কষ্ট পেতে ভালোবাসি,কষ্ট পেলে মনে নানা অনুভূতি সৃষ্ট হয়,কষ্ট আমাকে হাসতেও শেখায়।কষ্টের জন্যই তুমি আজ সুখি হয়েছ।কষ্ট পেয়ে দূরে গেছ,দূরে গিয়ে ভুলে গেছ।তোমার এ মঙ্গল চেয়েই তোমাকে কষ্ট দিয়েছিলাম।
- এখানে ভালোবাসার মানুষকে ইচ্ছা করে দূরে সরিয়ে দিয়েছে এমন একজন মানুষের অনুভুতি ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে।
