ভুলিনি তোমাকে
রাতুল হোসেন
ভুলিনি তোমাকে আজও রেখেছি মনে
স্মৃতির আলমারির কোন এক কোনে,
সবকিছু শেষ হয়েও হয়নি তো শেষ
তোমাকে মনে রেখেও রয়েছিতো বেশ।
তোমাকে ভূলতে পারিনি মনে রাখতে চাইনি
এ মনের যে কি চাওয়া,
যখন চেয়েছি পাইনি যখন পেয়েছি চাইনি
এ কেমন চাওয়া পাওয়া।
মাঝেমাঝে স্মৃতিগুলো বের করে দেখি
আনন্দ বেদনা সবই দেয় উকি,
যত্নে রেখেছি বড় ভালো করে দেখি
ধুলাবালি যদি জমে মুছে মুছে রাখি।
মনে হয় ঐ মনে নেই কোন জায়গা
যেখানে ঠাঁই পাওয়ার আছে কোন কায়দা,
আমিও চাইনা যেতে পেছনে ফিরে
সামনে ধাবিত হই আলোকে ঘিরে।
তোমাকে ভূলতে পারিনি মনে রাখতে চাইনি
এ মনের যে কি চাওয়া,
যখন চেয়েছি পাইনি যখন পেয়েছি চাইনি
এ কেমন চাওয়া পাওয়া।
সরল ভাষায় : আজও তোমাকে আমি মনে রেখেছি।সবকিছু শেষ হয়ে গেলেও তোমার প্রতি আমার মায়াটা থেকেই গেছে।মাঝেমাঝে পুরনো কথাগুলো ভাবি।কিছু আনন্দের কথা মনে পড়ে আবার কিছু দুঃখের কথাও মনে পড়ে।ভালো করে ভেবে দেখি তোমার কোন স্মৃতি ভুলে গেছি কিনা।কোন স্মৃতি মোছার চেষ্টা করিনা।তোমার মনে মনে হয় আমার জন্য আর কোন জায়গা হবে না।আমিও আর অততে ফিরে যেতে চাইনা।সামনে এগিয়ে যাচ্ছি নতুন সপ্ন বুনে।