For More Update Visit Here. Guidance

বাংলা বিরহের কবিতা- তুমি নেই তো কি হয়েছে

বাংলা বিরহের কবিতা তুমি নেই তো কি হয়েছে,বাংলা বিরহের কবিতা - bangla biroher kobita,বাংলা দুঃখের কবিতা - bangla dukkher kobita,english sad poem,hindy,b
তুমি নেই তো কি হয়েছে
              রাতুল হোসেন 

খুব কষ্ট লাগে মনেতে
যখন সপ্ন ভাঙে ঘুমেতে
আর বাস্তবে তার মিল মেলেনা,

তখন দুঃখগুলো বেড়ে যায়
আর ভাবনাগুলো থেমে যায়
আজ করবটাকি বুঝতে পারিনা।

তুমি নেই তো কি হয়েছে
দেখা সেই সপ্ন তো আছে,
করব পুর্ন সেগুলোকে
আবারো দেখব সপ্ন যে।

আজ থমকে আছে জীবন
আর ঘুমিয়ে পড়েছে ভুবন
জানি ছেড়ে যেতে চেয়েছিলেনা,

তবে সময় নামক পাখি
মোছে অশ্রুসজল আখি
তাই আমার ভাবনা তুমি আর ভাবনা।

তুমি নেই তো কি হয়েছে
দেখা সেই সপ্ন তো আছে,
করব পুর্ন সেগুলোকে
আবারো দেখব সপ্ন যে।

চলছি তোমার স্মৃতি বুকে নিয়ে
সপ্ন পুরনের ভার কাধে নিয়ে
দুজন মিলে যেগুলো পূরণ করলাম না,

আজ একা একা হাটছি
আর মনে মনে ভাবছি
এই পুরনো রাস্তায় তুমি আর আসবেনা।

তুমি নেই তো কি হয়েছে
দেখা সেই সপ্ন তো আছে,
করব পুর্ন সেগুলোকে
আবারো দেখব সপ্ন যে।


সরল ভাষায় : সপ্ন ভাঙলে সবারই খারাপ লাগে। তবে মানুষকে বারবার সপ্ন পূরণের চেষ্টা করতে হয়।আর নতুন সপ্ন দেখতে শিখতে হয়।তুমি চলে গেছ কিন্তু তোমার স্মৃতি,তোমার সপ্ন রয়ে গেছে।আজ আমি সেগুলোই পূরণের চেষ্টা করছি।

  • এই কবিতায় মনের মানুষকে হারানোর পর জীবনের পথে একা চলা একজন প্রেমিকের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন