তুমি চিনি আমি গুড়
রাতুল হোসেন
তুমি চিনি আমি গুড়
তুমি সংগীত আমি সুর,
তুমি তটিনী আমি কূল
তুমি মানুষ আমি ভুল।
তুমি পাখি আমি ডানা
তুমি ভুল আমি মানা,
তুমি পুষ্প আমি ভ্রমর
তুমি অমৃত আমি অমর।
তুমি আকাশ আমি নীল
তুমি নদী আমি ঝিল,
তুমি রংধনু আমি রং
তুমি সার্কাস আমি সং।
তুমি মন আমি প্রেম
তুমি শীতলতা আমি হেম,
তুমি সততা আমি সৎ
তুমি সলীল আমি নদ।
সরল ভাষায় : তোমার আমার সম্পর্ক ততটাই গভীর এবং ততটাই কাছের যতটা চিনি-গুড়,সংগীত -সুর,মানুষ-ভুল, পাখি-ডানা ইত্যাদির একে অপরের সাথে হয়।