বিশালাক্ষী আয়তলোচনা
রাতুল হোসেন
মাসাল্লাহ!
বিশালাক্ষী আয়তলোচনা
তোমাকে লাগছে অচেনা
কেন গো তুমি এতো সুন্দর!
যত দেখি তোমাকে
ততই নুতন লাগে
প্রেমজলে ভরা ঐ অন্তর।
চাইলে ঐ চোখপানে
অন্য ভাবনা কে আনে
নেশা যেন হয়ে যায় আমার,
দিবানিশি কেটে যায়
ক্ষুধাতৃষ্ণাও ভূলে যাই
ঘোর তবু কাটে না তোমার।
দৃষ্টিনন্দন অনেকেই
তোমার মত নেই
প্রেমভরা আঁখি যেন টানে,
আমি যেন ঢেউটিন
আঁখি যেন চুম্বক
চলে যাই তোমারি পানে।
দিবস ও রজনী শুধু
ভেবে যাই তোমায় জাদু
কত সুন্দর তোমায় লাগবে,
যেদিন তুমি রমণী
অপ্সরী মানুষী
বধু রূপে মোর ঘরে আসবে।
সরল ভাষায় : তুমি এতোটাই সুন্দর যে, যতবার তোমাকে দেখি মনে হয় নতুন কাউকে দেখছি। তোমায় দেখতে পেলে অন্য কিছু দেখার বিন্দুমাত্র ইচ্ছা থাকে না,সবকিছু ভুলে যাই।তুমি অনেক বেশী সুন্দর,তোমার চোখের দিকে তাকালেই অদ্ভুত কোন শক্তি আমাকে তোমার দিকে নিয়ে যায়।আমি সর্বদা তোমার ভাবনায় মগ্ন থাকি।