খুব ইচ্ছা হয়
রাতুল হোসেন
খুব ইচ্ছা হয় তোমাকে দেখতে
তোমার হাতটা ধরতে
তোমার রাগী মুখটা দেখতে
তোমার কান্নাভরা চোখে চুমু খেতে।
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়
তোমার জীবন সুখে ভরে দিতে
তোমার মনের সব আকাংক্ষা পুরন করতে
তোমার সাথে পায়ে পা মিলিয়ে হাটতে।
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়
তোমার অপলকে তাকিয়ে থাকতে
তোমার ক্ষুদ্র ক্ষুদ্র আবদার পুরন করতে
তোমাকে মনাকাংক্ষা জানাতে।
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়
তোমার দুষ্টুমির অংশ হতে
তোমার প্রিয়ংবদ হতে
তোমার সখাশ্রেষ্ট সর্বপ্রিয় হতে।
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়
তোমার সাথে দুটি মুহুর্ত কাটাতে
মনের সব কষ্ট তোমাকে বোঝাতে
তোমার সব অব্যক্ত বাচ্য বুঝতে।
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়
তোমার মলিন মুখে হাসি ফোটাতে
তোমার হাতে হাত রেখে হাটতে
তোমার আলিঙ্গনে জগত ভুলতে
খুব ইচ্ছা হয় গো খুব ইচ্ছা হয়।
সরল ভাষায় :তোমাকে দেখতে,রাগাতে আর আদর করতে ইচ্ছা করে।তোমাকে সুখে-সান্তিতে পরিতৃপ্ত দেখতে ইচ্ছা করে। তোমার মনের ছোট-বড় সব ইচ্ছা জানতে ও পূরণ করতে ইচ্ছা করে।তোমার সাথে দুষ্টুমি করতে ইচ্ছা করে।যে কোথাগূলো তোমার পছন্দ সেগুলো সে কথাগুলো বলতে ইচ্ছা করে।তোমার প্রিয় বন্ধু, প্রিয় মানুষ হতে ইচ্ছা করে।খুব ইচ্ছা করে তোমার সাথে দুটি সুন্দর মুহুর্ত কাটাতে,তোমার সাথে মনের কথা স্যায়ার করতে।তোমাকে হাসাতে ইচ্ছা করে,তোমার সাথে সুন্দর সুন্দর স্মৃতি সৃষ্টি করতে ইচ্ছা করে।তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবকিছু ভুলে যেতে চাই।
- একজন প্রেমিকের তার প্রেমিকার প্রতি মনে সৃষ্ট অনুভূতি ব্যক্তের চেষ্টা করা হয়েছে।